বিনামূল্যের বাজার সাজিয়ে বসে ওরা - কারা দেখুন বিস্তারিত
তানিসা সুলতানা - নবগ্রাম -
ওরা দিন আনা দিন খাওয়া পরিবারের সন্তান, এখনও অনেকেই স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি। তবুও এই বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াতে তারা কৃপণ নয় ওরা।
|
চিত্র - বাজার সাজিয়ে বসেছে ওরা |
নিজেদের জমি থেকে সামান্য ফসল সংগ্রহ করে কিংবা অল্প অল্প টাকা নিজেদের মধ্যে জড়ো করে রীতিমতো বিনাপয়সার বাজার খুলে বসেছেন তারা। নবগ্রামের পলসার যুবকবৃন্দ গঠন করেছেন হোপ ফর হিউম্যানিটি সেলফ হেল্পগ্রুপ। লকডাউন এর জেরে সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষরা। তাদের পাশে দাঁড়িয়ে বিনা পয়সার বাজার খুলে বসলেন ওরা। পলশা প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই বাজার এলাকার মানুষ যাদের প্রয়োজন রয়েছে তারা নিয়ে গেলেন নিত্যপ্রয়োজনীয় শাকসবজি।এমনই ছবি ধরা পড়ল।
উপস্থিত ছিলেন -আব্দুল জাব্বার,বাবর আলী, রিয়াজুল ইসলাম, আব্দুল আজিম মোল্লা, আকবার আলী, মিলটন মল্লিক,সাদ্দাম হোসেন,আশরাফ মোল্লা।
0 Comments