পিতার মৃত্যুর কাজের টাকায় আদিবাসী দুঃস্থদের খাদ্যসামগ্রী দিলেন - জিয়াগঞ্জের দুই ভাই

পিতার মৃত্যুর কাজের টাকায় আদিবাসী দুঃস্থদের খাদ্য সামগ্রী তুলে দিয়ে নজির গড়লেন জিয়াগঞ্জের দুই ভাই

নিজামুদ্দিন সেখ  জিয়াগঞ্জ -


পিতার মৃত্যুর কাজের টাকায় আদিবাসী দুঃস্থ খাদ্য সামগ্রী দান নজির গড়লেন জিয়াগঞ্জের দুই ভাই। গত   27 শে  মারা যান জিয়াগঞ্জের হৃদরোগে  কাইমুদ্দিন সেখ। প্রেসমেকার বসানোর কথা ছিল।হঠাতই লকডাউনে হয়ে যাওয়ায় দুঃশ্চিন্তায় পড়েছিলেন কাইমুদ্দিন সেখ। তারপর হঠাতই  হ্যাডফেল করেন তিনি । 


ইসলামিক  নিয়ম অনুসারে মৃত্যুর  চল্লিশ দিন পর  একটি বিশেষ দোওয়ার কাজ করা হয়।এবার সেই কাজ না করে লকডাউনে দুঃস্থ আধিবাসীদের পাশে দাড়ালেন কাইমুদ্দিন সেখের দুই সন্তান হাসানুজ্জামান সিলন ও ইকবাল হোসেন।

 ৩০ টি আদিবাসী পরিবার সহ জিয়াগঞ্জ এনাতুলিবাগ এলাকার মোট ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেন তারা। 

Post a Comment

0 Comments