🌴🌴প্রকৃতি ফিরছে আপন রুপে, পাখির কলতানে ভাঙছে লকডাউনের বিষন্নতা ও অদ্ভুত নিস্তব্ধতা।
-----------------------------------------------------------------------
👉👉স্পেশাল স্টোরি - নিজামুদ্দিন সেখ
এক অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য বিরাজমান শহর থেকে গ্রামের পরিবেশে।জানান দিচ্ছে এ পৃথিবী শুধু তোমাদের নয় আমাদেরও।প্রকৃতির এই ছন্দে ফেরা এক দীক্ষা দিয়ে যাচ্ছে, তাদের উপর অত্যাচার কমলে প্রকৃতিও দেবে উপহার এক সুস্থ পরিবেশ।
প্রকৃতিপ্রেমী ভূগোল শিক্ষক হাপিজুর রহমান বলেন "বিগত ২০-৩০ বছর আগে যে সব পাখি আমরা দেখতে পেতাম গ্রাম বাংলায়, আজ আবার সেই পাখি দেখতে পাচ্ছি।প্রকৃতিতে যেন এক প্রাণের স্পন্দন এসেছে"
-----------------------------------------------------------------------
👉👉স্পেশাল স্টোরি - নিজামুদ্দিন সেখ
পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন, এক অসুখে ত্রস্ত গোটা বিশ্ববাসী। তখন প্রকৃতি ধীরে ধীরে সুস্থতার পথে, ফিরছে স্বরূপে ।
চিত্র - বিনা সংকোচে পক্ষীকুল |
লকডাউনের জেরে মনুষ্যকুল ঘরবন্দি, আর তাতেই ছন্দে ফিরছে প্রকৃতি, নিরভয়ে বিচরণ করছে পক্ষীকূল। গাছে গাছে সবুজের সমারহ।
চিত্র - ফুলের সমারহ |
শহুরে কলাহল নেই, নেই বায়ুতে মেশা বিষবাস্প, ধূলিধুসরিত বৃক্ষপাতায় শুধু শিশিরের আবরণ। ইদুর দৌড় ছুটে চলা চাকা আজ স্থিত হয়েছে,পথে পথে শুধু ঝরাপাতার মচমচে শব্দ আর গাছে গাছে সবুজের আভায় চোখ আটকায় পথচারীর।ফুল ফলে ভরে উঠছে বনানী।পাখির কলতানে লকডাউনের নিস্তব্ধতা ভাঙছে।
চিত্র - ফলে ভরেছে বনানী |
এক অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য বিরাজমান শহর থেকে গ্রামের পরিবেশে।জানান দিচ্ছে এ পৃথিবী শুধু তোমাদের নয় আমাদেরও।প্রকৃতির এই ছন্দে ফেরা এক দীক্ষা দিয়ে যাচ্ছে, তাদের উপর অত্যাচার কমলে প্রকৃতিও দেবে উপহার এক সুস্থ পরিবেশ।
প্রকৃতিপ্রেমী ভূগোল শিক্ষক হাপিজুর রহমান বলেন "বিগত ২০-৩০ বছর আগে যে সব পাখি আমরা দেখতে পেতাম গ্রাম বাংলায়, আজ আবার সেই পাখি দেখতে পাচ্ছি।প্রকৃতিতে যেন এক প্রাণের স্পন্দন এসেছে"
add by Nijam |
0 Comments