"ভিন রাজ্য থেকে কেউ ঘরে ফেরিয়ে দাও -' দুই মায়ের করুন আর্তনাদ।
এন আকতার - রেজিনগর
বুকের মানিককে কেউ ঘরে ফেরিয়ে দাও - দুই মায়ের করুন আর্তনাদ।
টুনুয়ারা বেওয়া ও সাবনাহার বেওয়া দুজন সামীকে হারিয়ে দীর্ঘদিন আগে, তাদের একটি করে পুত্র সন্তাম লালন পালন করেছেন দারিদ্রতা কে সঙ্গে নিয়ে।
ছেলে বড় হয়ে উঠতেই রুজির সন্ধানে পাড়ি দিয়েছে তারা ভিন রাজ্যে। আর সেখানেই গিয়েই এখন চরম বিপত্তির মুখে পড়েছেন না।
সারাদেশে লকডাউন বৃদ্ধি পেয়েছে, আর তাতেই দুশ্চিন্তায় পারদ চড়ছে - ছেলে ফোনে বারবার বলছে "মা কীভাবে ফিরব আমরা"
কিভাবে তাদের সন্তানকে কাছে পাবেন সেই প্রশ্নে বিচলিত মায়ের মন।লকডাউন বাড়ায় আরও উদবিগ্ন দুই সামী হারা নারী।
কোনরকমে ধার করে চলছে সংসার, কি হবে জানেন না তারা। নিজের খাওয়া-পরার চিন্তার চেয়েও ঘুম ছুটেছে সন্তানের চিন্তায়।
একটি কথাই বলে উঠছেন তিনি বুকের মানিককে কেউ ঘরে ফিরিয়ে এনে দাও।
এমনই মর্মস্পর্শী ছবি ধরা পড়ছে রেজিনগর মরাদিঘি এলাকায়।
দুই নারী করুন আর্তনাদে কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার এখন সেটাই দেখার।
এন আকতার - রেজিনগর
বুকের মানিককে কেউ ঘরে ফেরিয়ে দাও - দুই মায়ের করুন আর্তনাদ।
চিত্র ঃঃপ্রতিকী |
টুনুয়ারা বেওয়া ও সাবনাহার বেওয়া দুজন সামীকে হারিয়ে দীর্ঘদিন আগে, তাদের একটি করে পুত্র সন্তাম লালন পালন করেছেন দারিদ্রতা কে সঙ্গে নিয়ে।
ছেলে বড় হয়ে উঠতেই রুজির সন্ধানে পাড়ি দিয়েছে তারা ভিন রাজ্যে। আর সেখানেই গিয়েই এখন চরম বিপত্তির মুখে পড়েছেন না।
সারাদেশে লকডাউন বৃদ্ধি পেয়েছে, আর তাতেই দুশ্চিন্তায় পারদ চড়ছে - ছেলে ফোনে বারবার বলছে "মা কীভাবে ফিরব আমরা"
কিভাবে তাদের সন্তানকে কাছে পাবেন সেই প্রশ্নে বিচলিত মায়ের মন।লকডাউন বাড়ায় আরও উদবিগ্ন দুই সামী হারা নারী।
কোনরকমে ধার করে চলছে সংসার, কি হবে জানেন না তারা। নিজের খাওয়া-পরার চিন্তার চেয়েও ঘুম ছুটেছে সন্তানের চিন্তায়।
একটি কথাই বলে উঠছেন তিনি বুকের মানিককে কেউ ঘরে ফিরিয়ে এনে দাও।
এমনই মর্মস্পর্শী ছবি ধরা পড়ছে রেজিনগর মরাদিঘি এলাকায়।
দুই নারী করুন আর্তনাদে কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার এখন সেটাই দেখার।
0 Comments