নিজস্ব প্রতিনিধি - বেলডাঙ্গা
২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মদিবস। এই ২৫ শে বৈশাখ বিশ্বব্যাপী রবি ভক্তদের কাছে একটি পূণ্য হবার দিন,রিক্ত হবার দিন। রবীন্দ্র কাব্য সাহিত্যের সুবিশাল অংশে যে মহাকাল ও পরমার্থের সন্ধান তিনি করেছিলেন, সেই মহাকাল ও পরমার্থের সঙ্গে মিলনের জন্য আজ আবির্ভূত হয়েছিলেন এইদিন। সীমার সাথে অসীমের মেলবন্ধন হয়েছিল তাঁর সাহিত্যে , তার জীবন দর্শনে।
"করোনা ভাইরাস থেকে সকল কে সুরক্ষিত করতে আগামী ১০ ই জুন পর্যন্ত স্কুল বন্ধ, বেলডাঙ্গা চক্রের ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ থেমে নেই, শিশুদের কথা ভেবে ইতিমধ্যেই চালু করছেন অভিভাবক অভিভাবিকাদের নিয়ে মোবাইলের মাধ্যমে পঠন পাঠন, অঙ্কন সহ গৃহকাজ। আর কবি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে শিশুদের আন্তরিক উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তারা বাড়িতে শাড়ি পরে কেও ছাদের উপর তো কেও ঘরের মধ্যে ভিডিও করে পাঠিয়ে দিলো নিজেদের স্কুল গ্রুপে। এখানেও অভিনবত্বের ছাপ রাখলো আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা।
প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত জানালেন "কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের রবিঠাকুর, প্রজন্মের পর প্রজন্ম তাঁকে আমরা পেয়েছি নিজের নিজের মতো করে। আমরা চাই ,না চাই আমাদের মননে ,চিন্তনে তিনি স্বমহিমায় বিরাজমান। তিনি সবার হয়েও একান্ত নিজের। প্রত্যেকে তাঁকে আলাদাভাবে চেনে আলাদাভাবে নিজের করে পায়।সবাইকে ভালো রাখতে বর্তমান পরিস্থিতিতেই বাড়িতে বসেই কবি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো প্রাণের টানে।
0 Comments