১০০ দিনের কাজ পেল রামপাড়া - ২ অঞ্চলের পরিযায়ী শ্রমিকরা
নাজমা আকতার - রেজিনগর
লকডাউনের জেরে কাজ হারিয়ে ভিনরাজ্য থেকে ফিরেছেন জেলায় পরিযায়ী শ্রমিকরা।গ্রামে ফিরে রুজিরোজগারের দিশা পাচ্ছিলেন না তারা।
এবার তাদের কাজ দিতে এগিয়ে এল রামপাড়া -২ অঞ্চল। ১০০ দিনের প্রকল্পে ড্রেন সংস্কারের কাজ দেওয়া হল তাদের। পরিযায়ী শ্রমিকদের সাথে নিয়েই স্থানীয় শ্রমিকরা কাজে যোগদিলেন এই প্রকল্পে।
রেজিনগর ইবার সেখের জমি থেকে মজিবর সেখের জমি পর্যন্ত ক্যানেল সংস্কারে কাজ হাতে নেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফে ।
এদিন রামপাড়া- ২ পঞ্চায়েত প্রধান রেহানা পারভীন বলেন "এলাকার পরিযায়ী শ্রমিক সবকত সেখ,ছালেক সেখ,মুনু ডোম,ফিরোজ সেখ সহ অন্যান্য পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে পেরে খুশি। " পাশাপাশি গ্রামের সামগ্রিক উন্নয়নের কাজে হাত লাগাতে পেরে আনন্দিত পরিযায়ী শ্রমিকরাও।
0 Comments