"
নিজস্বপ্রতিনিধি -
প্রগতি হেল্প এন্ড কেয়ার ফাউন্ডেশন"এর পক্ষ থেকে লক ডাউন পর্বে ২৭ শে মার্চ থেকে ৭ই এপ্রিল এপ্রিল পর্যন্ত ঘর বন্দী মানুষদের উৎসাহদানের লক্ষ্যে একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সবগুলো ইভেন্ট মোট ১০৩৭ জন প্রতিযোগিতায় আংশগ্রহণ করেছিলেন, প্রতিযোগিতার বিষয় গুলি ছিল ঘরে বসে বাইরের ফটোশ্যুট, আড্ডার ভিডিও, শিশুদের সাথে সময় কাটানোর ভিডিও, বয়স ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা ও স্বরচিত কবিতা, এগুলো বিষয়ভিত্তিক পাঠাতে হয়েছে সংস্থার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, ৮ই মে সংস্থার ফেসবুক পেজে বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয় এবং অংশগ্রহণকারী প্রত্যেকের হোয়াটসঅ্যাপে এই তালিকা পাঠানো হয়।
রাখি বন্ধনকে সামনে রেখে ৪ই অগাস্ট শুরু হলো পুরস্কার বিতরণ, প্রথম দিন বেলডাঙ্গা শহরের মধ্যে ও আশেপাশের ১৮ জনের বাড়ি বাড়ি গিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও মানপত্র এবং সঙ্গে পালিত হয় শুভ রাখি বন্ধন উৎসব, সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুখময় সাহা, সায়ন্তন মুখার্জি, আশরাফ খান, সাধন বিশ্বাস, গৌতম হালদার, মনোজ মণ্ডল, শুভময় সাহা, সম্পদ দাস, সুশান্ত মালো, নীলাদ্রি শেখর দাস প্রমুখ।
এ বিষয়ে সংস্থার সম্পাদক সুখময় সাহা
জানান " ঘরবন্দী ছোট থেকে বড় সকলকে একটু উৎসাহ দানের লক্ষ্যে আমাদের এই কর্মসূচী, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে অভূতপূর্ব সাড়া মিলেছে তাতে আমরা আপ্লুত, লকডাউন এর জন্য পুরস্কার বিতরণ করতে দেরী হলো, যাঁরা দূরে আছেন তাঁদের খুব শীঘ্রই কুরিয়ারে মানপত্র ও পুরস্কার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে "।
0 Comments