কলকাতায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেল নিজামুদ্দিন সেখের প্রথম কবিতা সংকলন -আবার ফিরে এসো সুচেতনা।

কলকাতায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ  পেল  নিজামুদ্দিন সেখের প্রথম কবিতা সংকলন -আবার ফিরে এসো সুচেতনা।
-----------------------------------------------------------
নিজস্ব প্রতিনিধি ঃরেজিনগর

প্রকাশিত হল নিজামুদ্দিন সেখের প্রথম কবিতা সংকলন -একক বই "আবার ফিরে এসো সুচেতনা"। কলকাতা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে মুক্তি আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - কথা সাহিত্যিক শ্রী সদ্যজাত বিশিষ্ট কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী বিশিষ্ট কবি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।






মানুষের কথা আবার ফিরে এসো সুচেতনা কাব্য সংকলন টির ভূমিকায় কবি লিখেছেন-
সুচেতনা আসলে আমার সেই প্রেমিকা, যে আমার সত্তায়, আমার শোণিতে, আমার প্রতিটি মজ্জায় মিশে আছে।

যে প্রতিমুহূর্তে সুবোধের জাগরণ ঘটিয়ে, আমাকে চালনা করে এই পৃথিবীর পথে,
আমি শুধু সেই সুচেতনাকে ভালোবাসি।
তাকে বারবার ফিরে পেতে চাই।



 যে সমস্ত রকম কলুষতা, দ্বন্দ্ব, হিংসা দুঃখ, বেদনা যন্ত্রণা আর সব ধরনের ক্ষতে মোমের প্রলেপ দেবে।


 আমি সেই সুচেতনাকেই বারে বারে ফিরে পেতে চাই।

 এই গ্রন্থের  কবিতা সেই সুরেই ধনিত হয়েছে।আর সুচেতনাকে বারবার ফিরে পাওয়ার অক্লান্ত আহ্বান আমার।

আবার ফিরে এসো সুচেতনা - এই পৃথিবীর বুকে একদিন সুচেতনা কে গভীরভাবে আহ্বান করেছিলেন কবি জীবনানন্দ দাশ।

 তাঁর আহবানে সাড়া দিয়ে এই যুদ্ধ উন্মত্ত বিধ্বংস মানবতা ধ্বংসকারী পরিবেশ থেকে মুক্তি পেয়েছিল ধরা।আগমন হয়েছিল সুচেতনার। যার প্রেমের পরশে নবদিগন্ত উন্মোচিত হয়েছিল কিন্তু আজ আমাদের সত্তায়, মজ্জায় ধরেছে ঘুন - তাই

আজ আবার বড় বেশি প্রয়োজন সেই সুচেতনাকে। যে সমস্ত রকম ধ্বংস থেকে এই পৃথিবীকে নতুন বোধের জাগরনের আলো দান করবে।

 যার ফলে এই পৃথিবী আবার পরিপূর্ণ হবে ভালোবাসার বন্ধনে। তাই আমার প্রথম প্রয়াস আবার ফিরে এসো সুচেতনা , একক কবিতা সংকলনটি।

Post a Comment

1 Comments