পলসার ভরসা হোপ ফর হিউম্যানিটি সেলফ হেল্প গ্রুপ।
প্রতিনিধি - তানিসা সুলতানা
সারাদেশে লকডাউন, খেটে খাওয়া সাধারণ মানুষের দুরাবস্থার কথা মাথায় রেখে, তাদের সাহায্যে এগিয়ে এল ওরা।ওরা আর কেউ নয় পলসার ভরসা হোপ ফর হিউম্যানিটি সেলফ হেল্প গ্রুপ।
সাধারণ গ্রামের মানুষ এরা,গ্রুপের সদস্যরা অনেকে আবার সামলম্বী না, তবুও মানুষের সেবায় নিয়োজিত তারা।
তাদের এই কর্মকাণ্ড নবতম সংযোজন করোনা সংকটে - দুঃস্থ মানুষদের সাহায্য প্রদান করেন।
এদিন পলসা এলাকার বিভিন্ন পাড়ায় তারা খাদ্য সামগ্রী মানুষের হাতে তুলে দেন। পাশাপাশি তাদের অঙ্গীকার এই কার্যকলাপ তাদের জারি থাকবে।
উপস্থিত সদস্য আব্দুল জাব্বার কথায় উঠে আসে তাদের এই মহতি কর্মকাণ্ডএর কথা। সংস্থার অন্যতম সদস্য, সাদ্দাম হোসেন, আসরাফ মোল্লা সহ অন্যনারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি - তানিসা সুলতানা
সারাদেশে লকডাউন, খেটে খাওয়া সাধারণ মানুষের দুরাবস্থার কথা মাথায় রেখে, তাদের সাহায্যে এগিয়ে এল ওরা।ওরা আর কেউ নয় পলসার ভরসা হোপ ফর হিউম্যানিটি সেলফ হেল্প গ্রুপ।
চিত্র - সাহায্যপ্রদান |
সাধারণ গ্রামের মানুষ এরা,গ্রুপের সদস্যরা অনেকে আবার সামলম্বী না, তবুও মানুষের সেবায় নিয়োজিত তারা।
তাদের এই কর্মকাণ্ড নবতম সংযোজন করোনা সংকটে - দুঃস্থ মানুষদের সাহায্য প্রদান করেন।
এদিন পলসা এলাকার বিভিন্ন পাড়ায় তারা খাদ্য সামগ্রী মানুষের হাতে তুলে দেন। পাশাপাশি তাদের অঙ্গীকার এই কার্যকলাপ তাদের জারি থাকবে।
উপস্থিত সদস্য আব্দুল জাব্বার কথায় উঠে আসে তাদের এই মহতি কর্মকাণ্ডএর কথা। সংস্থার অন্যতম সদস্য, সাদ্দাম হোসেন, আসরাফ মোল্লা সহ অন্যনারা উপস্থিত ছিলেন।
0 Comments