নবগ্রামের প্রত্যন্ত আদিবাসীদের পাশে দাঁড়ালেন পলশার যুবকরা
সুরাইয়া পারভিন - নবগ্রাম
নবগ্রামের প্রত্যন্ত আদিবাসী গ্রামে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হিউম্যানিটি ফর সেল্ফ হেল্প গ্রুপ এর সদস্যরা।
মুর্শিদাবাদের রাঢ় বাংলার অন্যতম শ্রমনির্ভর এলাকা নবগ্রাম, এখানকার বেশিরভাগ গ্রামীণ এলাকার মানুষের জীবন এবং জীবিকার অবলম্বন দৈনিক নানা কাজের মধ্যে, যার মজুরির বিনিময়ে চলে তাদের পেট।
কিন্তু বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন অনেকেই, এই সমস্যা নিরসনে একেবারে প্রত্যন্ত গ্রাম মঙ্গল ডাঙ্গা, আদিবাসী এলাকায় পৌঁছে গেলেন নবগ্রামের পলসার যুবকরা।
চাল-ডালসহ নানা খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন তাদের হাতে। মানবিকতার অনন্য নজির গড়লেন এরা। মানুষ মানুষের পাশে, মানুষ মানুষের জন্য এই কথা মাথায় রেখেই উদ্যোক্তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা যায়।
সংগঠনের অন্যতম কর্মকর্তা আবদুল জব্বার জানান আমাদের পথ চলা সবে শুরু, আরো বহুদূর যেতে হবে আমাদের মানুষের জন্য আমরা কাজ করতে বদ্ধ পরিকর এই কাজে পলসা গ্রামের যুবকদের পেয়ে খুশি তিনি।" পাশাপাশি খুশির হাওয়া আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যেও।
এদিন উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম সদস্য, আশরাফ মোল্লা, সাদ্দাম হোসেন, জুয়েল দেওয়ান, সিরাজুল ইসলামসহ অন্যান্য হিতাকাঙ্খীরা। এদিন এই বিপদের দিনে মানুষের পাশে থাকতে পেরে, নিজেকে ধন্য মনে করছেন, সংস্থার অন্যতম সদস্য আশরাফ মোল্লা।
0 Comments