অসহায়! স্বামীহারা শ্রবণ প্রতিবন্ধী মেয়ের জননী মাহেলা বেওয়া, সাহায্যের দাবী

অসহায় স্বামীহারা শ্রবণ প্রতিবন্ধী মেয়ের জননী মাহেলা বেওয়া, সাহায্যের দাবী

এন -আকতার - রেজিনগর 

একদিকে সারা দেশজুড়ে করোনার বিরুদ্ধে  যুদ্ধ, অন্যদিকে সংসার সংগ্রাম দুইয়ের সাঁড়াশি আক্রমণে দিশেহারা রেজিনগরের মরাদিঘী গ্রামের স্বামীহারা শ্রবণ প্রতিবন্ধী মেয়ের জননী মাহেলা বেওয়া।


চিত্র-দুশ্চিন্তায় মাহেলি বিবি 

পরের বাড়িতে কাজ করে চলত সংসার।লকডাউনের জেরে আজ কাজ নেই,দুশ্চিন্তায় মাহেলা বেওয়া।


শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ের নিয়ে বিড়ি বাধার টাকায়  চালাত সংসার,আজ তাও বন্ধ।ফলে দু মোঠো অন্নের জন্য সাহায্যের দিকে তাকিয়ে আছে মাহেলা বেওয়া ও তার প্রতিবন্ধী মেয়ে।


কেউ খোঁজ নেননি । বিধবা ভাতা থেকে শুরু করে মেলেনা প্রতিবন্ধী ভাতাও। এই পরিস্থিতি না মিলেছে কোন সরকারী সাহায্যও।

লকডাঊনের জেরে দিশেহারা এই পরিবার।মাহেলা বেওয়া জানেন না কি ভাবে চলবে তার আগামীদিন গুলো।

ভবিষ্যতের দিকে তাকিয়ে দুচোখে তার আধার ঘনিয়ে আসে তার। সরকারি সাহায্যের আশায় দিনগুনছে মাহেলা বেওয়ার পরিবার।

বিজ্ঞাপন


Post a Comment

0 Comments