জীবন তরী
মোঃ মোস্তাকিম শেখ
জীবন তরী চলছে ভেসে সংসার সাগরে ,অর্থ যে তার লংগর কোথায় গিয়ে ভিড়বে তরী জানেনা কো চিনেনাকো শহর নগর বন্দর।
মাঝ দরিয়ায় পড়ে যদি দ্বীপ যদি হয় ভুল।
সারা জীবন বয়ে তরী পাবে নাকো কুল।
কাঁটার জ্বালা সইলে পরে পাবে তখন ফুলগুলি,
সুখের কানন থাকলে পারে আসবে কত বুলবুলি। শুকনো তরুর শাখাতে ফুটবেনা আর মঞ্জুরী, আসবে নাকো ভোমর ওলি তুলবে না আর কোন গুঞ্জুরি ।
মেঘে মেঘে বিজলি খেলে যদি হয় বজ্রপাত ,
ভয় করো না একলা চলো হোক না কেন আধার রাত।
আসুক ঝড় উঠুক তুফান ভাঙ্গুক মস্তুল চিড়ুক পাল ,
কান্ডারী তুমি হও হুশিয়ার শক্ত হাতে ধর পাল।
মোঃ মোস্তাকিম শেখ
জীবন তরী চলছে ভেসে সংসার সাগরে ,অর্থ যে তার লংগর কোথায় গিয়ে ভিড়বে তরী জানেনা কো চিনেনাকো শহর নগর বন্দর।
মাঝ দরিয়ায় পড়ে যদি দ্বীপ যদি হয় ভুল।
সারা জীবন বয়ে তরী পাবে নাকো কুল।
কাঁটার জ্বালা সইলে পরে পাবে তখন ফুলগুলি,
সুখের কানন থাকলে পারে আসবে কত বুলবুলি। শুকনো তরুর শাখাতে ফুটবেনা আর মঞ্জুরী, আসবে নাকো ভোমর ওলি তুলবে না আর কোন গুঞ্জুরি ।
মেঘে মেঘে বিজলি খেলে যদি হয় বজ্রপাত ,
ভয় করো না একলা চলো হোক না কেন আধার রাত।
আসুক ঝড় উঠুক তুফান ভাঙ্গুক মস্তুল চিড়ুক পাল ,
কান্ডারী তুমি হও হুশিয়ার শক্ত হাতে ধর পাল।
0 Comments