উদবেগের পারদ আরও চড়ছে পরিযায়ী শ্রমিকের পরিবারের।
তানিসা সুলতানাঃ রেজিনগর
কলেজপড়ুয়া সন্তান পরিক্ষার আর ক্লাসের অবসরে সংসার দারিদ্রতা ঘুচাতে গিয়েছে ভিনরাজ্যে, প্রথমবার পাড়ি দিয়ে দিয়েছে সে জীবিকার সন্ধানে।
লকডাউনের জেরে আকটিয়ে সে ফিরতে পারছেন বাড়ি। লকডাউন বাড়ার সম্ভাবনায় আরও বাড়ছে উদবেগের পাহাড়।
ছেলে সামিউল সেখের কথা মনে পড়েলেই দুচোখে জল ভরে উঠছে পিতা বাবর আলীর। এমন ছবি উঠে এল।
পাশাপাশি দাদু দিদার কন্ঠে একই আবেদন ফিরিয়ে আনা হোক তাদের এই করুন আবেদন। এই পরিবারের।রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যাতে তাদের ফিরিয়ে আনা হয়, সেই ব্যবস্থার দাবি এই পরিবারের।
তানিসা সুলতানাঃ রেজিনগর
কলেজপড়ুয়া সন্তান পরিক্ষার আর ক্লাসের অবসরে সংসার দারিদ্রতা ঘুচাতে গিয়েছে ভিনরাজ্যে, প্রথমবার পাড়ি দিয়ে দিয়েছে সে জীবিকার সন্ধানে।
লকডাউনের জেরে আকটিয়ে সে ফিরতে পারছেন বাড়ি। লকডাউন বাড়ার সম্ভাবনায় আরও বাড়ছে উদবেগের পাহাড়।
ছেলে সামিউল সেখের কথা মনে পড়েলেই দুচোখে জল ভরে উঠছে পিতা বাবর আলীর। এমন ছবি উঠে এল।
পাশাপাশি দাদু দিদার কন্ঠে একই আবেদন ফিরিয়ে আনা হোক তাদের এই করুন আবেদন। এই পরিবারের।রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যাতে তাদের ফিরিয়ে আনা হয়, সেই ব্যবস্থার দাবি এই পরিবারের।
0 Comments