নিজস্ব প্রতিনিধি -শক্তিপুর
করোনার আতঙ্ক ও লকডাউনের ফলে সব জায়গায় বিশেষ করে দিনমজুর শ্রেণী মানুষদের অভাব অনটনে দিন কাটছে।
প্রশাসনের পাশাপাশি জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এইসব মানুষকে সাহায্য করতে এগিয়ে আসছেন।
বেলডাঙ্গা ২ ব্লকের শক্তিপুর থানা এলাকার সৃজনী কল্প কলা কেন্দ্রের উদ্যোগে ও এলাকার কিছু শুভাকাঙ্খী মানুষের সহায়তায় আজকে ঈদের শুভেচ্ছা স্বরূপ ভালোবাসার উপহার দেওয়া হলো।
প্রসাদপুর, সন্তোষপুর, কুমরিপুর,মাঠপাড়া,
শান্তিপাড়ার প্রায় ২৬ টি দুঃস্থ পরিবারের হাতে শাড়ি,লুঙ্গি,গেঞ্জি দেওয়া হলো।
উল্লেখযোগ্য শক্তিপুরের সৃজনী কল্প কলা কেন্দ্রর উদ্যোগে আজ ১৮তম দিনে পদার্পন করলো।
এখনো পর্যন্ত এই সংগঠন এলাকার প্রায় ৮০০ টি পরিবারের হাতে আনাজ সহ শুকনো খাবার রান্না করা খাবার দিয়েছেন।
১লা বৈশাখে মহম্মদপুর ধাওড়া ও বিদুপাড়া ধাওড়ার প্রায় ৩০০ জন বৃদ্ধ,বৃদ্ধা,বাচ্ছাদের খিচুড়ি, সবজি,ডিম,মিষ্টি খাইয়েছিলেন।
এছাড়াও নিজ উদ্যোগে এলাকার ব্যাংক,দোকান,বাজার স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি জায়গায় সানিটাইজ ও করেছিলেন এই সংগঠন।
আজকের এই কর্মসূচিতে সাহায্য করেছিলেন আমরা করবো জয় নামে একটি সংগঠন।
0 Comments