জেলাপরিষধ সভাধিপতির হাত ধরে প্রকাশিত ঐতিহ্যবাহী বই ঃ মুর্শিদাবাদের গ্রামীণ শিল্প ও 'শিল্পীর আত্মকথা"

 জেলাপরিষধ সভাধিপতির হাত ধরে প্রকাশিত  

ঐতিহ্যবাহী বই ঃ মুর্শিদাবাদের গ্রামীণ শিল্প ও 'শিল্পীর আত্মকথা' ঃ 



মুর্শিদাবাদঃ


মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পকে নিয়ে বই আকারে প্রকাশ করলেন মুর্শিদাবাদের উদীয়মান লেখক নিজামুদ্দিন  সেখ । ঘোরয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মহাশয়ের হাত ধরে এই বইয়ের আত্মপ্রকাশ ঘটলো।


 মুর্শিদাবাদের গ্রামীণ শিল্প ও 'শিল্পীর আত্মকথা' নামক বইটিতে গ্রাম বাংলার তথা জেলার হারিয়ে যাওয়া বেশ কিছু শিল্প যেমন পাট, তন্তুর, তাঁত শিল্প সহ বিভিন্ন রকমের হস্তশিল্প যেগুলি গ্রামবাংলার ঐতিহ্য বহন করে, সেগুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে। 


সভাধিপতি  মোসারফ হোসেন জানিয়েছেন, বিভিন্ন উদীয়মান শিল্পী তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তারাও সেইসব শিল্পীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামীদিনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সভাধিপতি। 


এদিন সভাধিপতি সহ উপস্থিত ছিলেন বইয়ের লেখক নিজামুদ্দিন সেখ , বিশিষ্ট সমাজসেবী এবং ক্রীড়াবিদ মোহনলাল রশিদ, বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৌমেন হাজারী, কলকাতা হাইকোর্টের আইনজীবী শাহিন ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আব্দুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিগণ।

Post a Comment

0 Comments