অভিনব উদ্যোগ সিনির

 Covid -19 এর জন্য মানুষ বিভিন্ন অসহায়তার মধ্যে দিয়ে যাচ্ছে! গরিব থেকে গরিবতর মানুষের প্রতিদিনের রোজগারে ঘাটতি পড়েছে.



এই অবস্থায় সিনি লকডাউন এর প্রথমদিন থেকে বিভিন্নভাবে মানুষকে যেমন সচেতন করছে,  তেমনভাবেই মানুষের কাছে কিছু খাদ্য সামগ্রী এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মতো কিছু জিনিসপত্র তুলে দিয়েছে. 


তারই অঙ্গ হিসেবে যদিও এখন Covid-19 এর vaccine বেরিয়েছে তবুও যে  সকল মানুষ খুবই দরিদ্র এবং আমাদের কাজের এলাকার মধ্যে বসবাস করছে তাদেরকে আমরা বেছে নিয়েছি বিভিন্ন মানুষের সহযোগিতায় ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে কিছু খাদ্যসামগ্রী যেমন সোয়াবিন, ডালিয়া, মুসুর ডাল,  তেল,  sanitation কিট যেমন সাবান,  টুথপেস্ট, মাস্ক ইত্যাদি দেওয়া হচ্ছে.

এর  পাশাপাশি আমরা মানুষকে এই পরিস্থিতিতে পরিষ্কার পরিছন্নতা অবলম্বন করা ও পুষ্টিকর খাবার খাওয়া কেন প্রয়োজন তা নিয়ে সচেতন করছি. 

এছাড়াও বিভিন্ন অঙ্গনওয়ারি কেন্দ্রে ও কিশোরীর বাড়িতে পুষ্টিবাগান তৈরী করতে উদ্যোগ গ্রহণ করছি. 

আজকের খাদ্যসামগ্রী...... এতজন মানুষকে বিতরণ করা হলো. 

এই পুরো প্রকল্পটি সিনি এবং ওরাকেল এর যৌথ উদ্যোগে করা হয়েছে.

Post a Comment

0 Comments